বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের পর ম্যানচেস্টার সিটি। যেখানেই গেছেন লেগ্যাসি প্রতিষ্ঠা করেছেন পেপ গার্দিওলা। এই ম্যানসিটিকেই তো তিনি টানা চার লিগ জিতিয়েছেন। সিটিজেনদের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল এসেছে পেপের হাত ধরে।
ওই পেপ গার্দিওলার ম্যানসিটি চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ মিলিয়ে টানা পাঁচ ম্যাচে হেরেছে। শনিবার রাতে টটেনহ্যাম তাদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এসে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে।
পেপ গার্দিওয়ার ক্যারিয়ারে এটিই প্রথম টানা টানা পাঁচ ম্যাচে হারের লজ্জা। অথচ সিনিজেনদের সঙ্গে চুক্তি নবায়ন করে নতুন শুরুর আশায় ডাগ আউটে দাঁড়িয়েছিলেন তিনি।
১২তম এই লিগ ম্যাচে কাউন্টার অ্যাটাক থেকে প্রথমার্ধে দুই গোল হজম করে ম্যানসিটি। ম্যাচের ১৩ ও ২০তম মিনিটে গোল করেন দলটির নাম্বার টেন জেমস মেডিসন।দ্বিতীয়ার্ধে গোল শোধ করার মিশনে নেমে আরও দুই গোল হজম করে সর্বশেষ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি। ম্যাচের ৫২ মিনিটে স্পার্সদের হয়ে তৃতীয় গোলটি করেন পেদ্রো পোরো।
ম্যাচের যোগ করা সময়ে ম্যানসিটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন জনসন। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট তুলেছে গার্দিওলার দল। টেবিলে দুইয়ে থাকলেও এক ম্যাচ কম খেলে পাঁচ পয়েন্টের লিড নেওয়া লিভারপুল মৌসুমের অর্ধেক না হতেই এগিয়ে গেছে শিরোপার পথে।