অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এখন দুই বাংলাতেই আলোচনায় রয়েছেন। গত শুক্রবার ভারতে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মানুষ’। এরইমধ্যে এই শীতের দিনে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘মানুষ’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিম। তাকে দেখা গেছে পুলিশ অফিসারের চরিত্রে। কলকাতায় ‘মানুষ’ তার পঞ্চম সিনেমা।
মিম অভিনীত ছবিটির পরিচালক বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দার, অভিনয় ও প্রযোজনা করেছেন জিৎ।
২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার হন মিম। পরের হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কার লাভ করেন।
‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
কলকাতার সিনেমায় মিমের যাত্রা শুরু ‘ব্ল্যাক’ ছবি দিয়ে। ২০১৫ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন সোহম। এরপর ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য স্যাভিয়ার ’ও ‘থাই কারি’ নামের আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন।
সামনে মিমকে দেখা যাবে ‘দিগন্তে ফুলের আগুন’ ছবিতে। এখানে তিনি পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছেন।