স্টেডিয়ামে ১৩৫ মৃত্যু: ইন্দোনেশিয়ায় ফুটবল কর্মকর্তার দেড় বছরের জেল

0
143
ইন্দোনেশিয়ায় স্টেডিয়ামে ১৩৫ মৃত্যু

ইন্দোনেশিয়ায় স্টেডিয়ামে ১৩৫ জন নিহতের ঘটনায় ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান আবদুল হ্যারিসকে আজ বৃহস্পতিবার দেশটির আদালত দেড় বছরের কারাদণ্ড দিয়েছে। খবর: সিএনএন’র।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় অনুষ্ঠিত ম্যাচটিতে স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি টিকিট বিক্রি করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। গত তদন্তে এও জানা যায়, কাঁদানেগ্যাসই এত মৃত্যুর মূল কারণ ছিল। যদিও খেলার মাঠে কাঁদানেগ্যাস নিক্ষেপ বিশ্ব ফুটবল সংস্থা ফিফা’র পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা রয়েছে।

আরেমা এবং তাদের তিক্ত প্রতিদ্বন্দ্বী পারসেবায়া সুরাবায়ার মধ্যকার খেলায় স্টেডিয়ামটিতে উপস্থিত দর্শক সংখ্যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি ছিল। ভিডিওতে দেখা যায়, খেলার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সমর্থকরা মাঠের মধ্যে ঢুকে পড়ে। এরপর পুলিশ কাঁদানেগ্যাস ছুঁড়তে শুরু করে এবং এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। পরে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জানান, স্টেডিয়ামটিতে ধারণ ক্ষমতার চেয়ে চার হাজার দর্শক বেশি ছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.