স্টারশিপ রকেটের দ্বিতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণ

0
107
দ্বিতীয়বারের মতো স্টারশিপ রকেট উৎক্ষেপণ করল স্পেসএক্স। বোকা চিকা, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১৮ নভেম্বর, ছবি: এএফপি

দ্বিতীয়বারের মতো স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স।

আজ শনিবার প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্রের টেক্সাসের বোকা চিকা ঘাঁটি থেকে স্থানীয় সময় সকাল সাতটার পর রকেটটি উৎক্ষেপণ করা হয়।

গত এপ্রিলে প্রথমবারের মতো এই রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। তবে উৎক্ষেপণের চার মিনিটের মাথায় মেক্সিকো উপসাগরে সেটি বিস্ফোরিত হয়।

স্টারশিপ এযাবৎকালের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট। শুধু সবচেয়ে বড় ও শক্তিশালীই নয়, এটি বিশ্বের প্রথম পুনর্ব্যবহারযোগ্য রকেট।

এই রকেটের মাধ্যমে ভিনগ্রহে বসতি স্থাপনের স্বপ্ন দেখেন ইলন মাস্ক।

এদিকে মূল সংস্করণের তুলনায় ছোট স্টারশিপ রকেটে করে চাঁদে মানুষ পাঠাতে চায় নাসা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.