![Screenshot 2025-02-12 112847](https://dailyprovatalo.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-12-112847-696x375.png)
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ২৮৯ গ্রাম স্বর্ণসহ আটক হয়েছেন হাবিবুর রহমান নামে এক সৌদি প্রবাসী। সৌদি আরব থেকে তার সঙ্গে করে আনা তিনটি ব্লেন্ডার মেশিন তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এ স্বর্ণ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ করিম।
তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় সৌদি এয়ারলাইন্সের আগত যাত্রী হাবিবুর রহমানকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। তার ব্যাগেজ সংগ্রহ করে তার কাছে কোনও স্বর্ণের বার বা কোনও স্বর্ণ আছে কিনা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে কাস্টমস গোয়েন্দা দল তার শরীর ও ব্যাগেজ তল্লাশি ও স্ক্যানিং করেন।
এ অবস্থায় তার হ্যান্ডব্যাগে ২৯৯ গ্রাম এবং বুকিং করা ব্যাগেজে থাকা তিনটি ব্লেন্ডারে বিশেষ কায়দায় লুকায়িত ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। ওই যাত্রীর কাছ থেকে মোট ৩ কেজি ২৮৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করে তাকে আটক করা হয়।
হাবিবুর রহমান নামে ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।