প্যারিস অলিম্পিকে সপ্তম দিনে ব্যাডমিন্টনের মিশ্র দ্বৈতে চীনকে সোনা এনে দিয়েছেন সি উই জেং ও ইয় কিয়ং হুয়াং। স্বর্ণ জয়ের পরেই সতীর্থকে বিয়ের প্রস্তাব করে বসেন সি উই জেং। সঙ্গে সঙ্গেই তাতে সম্মতি দেন কিয়ং হুয়াং। পরান হীরার আংটি। মিশ্র দ্বৈতে জেং-হুয়াং জুটি বেঁধে দক্ষিণ কোরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে সোনা জিতে। কোরিয়াকে রৌপ্য এনে দেন উন হো কিম ও না ইয়ুন জিয়ং। আসরে বছরের অলিম্পিকে প্রথম ব্যাডমিন্টন পডিয়াম।
পদক জয়ের পর সমর্থকদের সঙ্গে উদযাপন করছিলেন হুয়াং। তখন এক কোণে দাঁড়িয়ে হুয়াংয়ের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলেন তার সতীর্থ জেং। একসময় তাকে ফুলের তোরা দিয়ে অবাক করে দেন। হাঁটু গেড়ে বসে সমর্থকদের সামনেই করে বসেন বিয়ের প্রস্তাব। অবাক হলেও জেংয়ের প্রস্তাবে সঙ্গে সঙ্গেই ‘হ্যাঁ’ বলে দেন হুয়াং, পরিয়ে দেন হীরার আংটি।
পরে সংবাদমাধ্যমে হুয়াং জানালেন, এই প্রস্তাবটা আমার জন্য চমক। আমি আসলে ম্যাচের দিকেই বেশি মনোযোগী ছিলাম। আজ (গতকাল) আমি অলিম্পিক চ্যাম্পিয়ন এবং (বিয়ের) প্রস্তাবও পেয়েছি, যেটা আমি আশা করিনি।’