শুরুতেই মরক্কোর জালে ফ্রান্সের গোল

0
244
ফ্রান্সের গোল

কাতারের আল বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে শুরুতেই লিড নিয়েছে ফ্রান্স। ম্যাচের ৫ মিনিটে ডিফেন্ডার থিও হার্নান্দেজ গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়েছেন।

কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলের হারিয়ে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে মরক্কো। ফ্রান্স টানা দু’বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে এসেছে।

বিশ্বকাপের শুরু থেকেই ইনজুরিতে জর্জরিত দল ফ্রান্স। সেমির ম্যাচে অসুস্থতার কারণে শুরুর একাদশে নেই ডিফেন্ডার উপামেকানো ও মিডফিল্ডার আদ্রিয়ান র‍্যাবিওট। তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন ইব্রাহিম কোনাতে এবং ফফানা।

মরক্কো একাদশ: ইয়াসিন বুনো (গোলরক্ষক), আশরাফ হাকিমি, নওসাইর মাজরাউই, সোফিয়ান আমরাবাত, নায়েফ আগুয়ের্দ, সাইস, হাকিম জিয়েশ, আজ্জেদিন ওউনাহি, সোফিয়ান বোফাল, জাওয়াদ এল ইয়ামিক, ইউসেফ এন-নেসিরি।

ফ্রান্স একাদশ: হুগো লরিস, জুলেস কোন্দে, রাফায়েল ভারানে, ইব্রাহিম কোনাতে, থিও হার্নান্দেজ, অরেলিয়েন শুমেনি, উইসলি ফফোনা, উসমান দেম্বেলে, আন্তোনি গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ের জিরুদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.