সেঞ্চুরি ও ছক্কায়–ছক্কায় সব জবাব দিলেন রোহিত শর্মা

0
11
সেঞ্চুরির পথে রোহিত শর্মা। আজ কটকে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে, এএফপি

‘শহীদ আফ্রিদি কিন্তু অবসর ভেঙে ফিরে আসতে পারে’—ধারাভাষ্যে কথাটা মজা করেই বললেন সুনীল গাভাস্কার। কটকে আজে ভারত-ইংল্যান্ডে দ্বিতীয় ওয়ানডে চলার সময় গাভাস্কার এই মজা করতে পারলেন রোহিত শর্মার সৌজন্যে। ভারত অধিনায়ক যে ওয়ানডেতে ছক্কার রেকর্ডে আফ্রিদির ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছেন।

রোহিত ম্যাচটি শুরু করেছিলেন ৩৩১ ছক্কা নিয়ে। ওয়ানডে ছক্কায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে দ্বিতীয়স্থানে ছিলেন এই সংস্করণে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক রোহিত। ৩০৬ রানের লক্ষ্য ছুঁতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই গেইলকে রেকর্ডে তৃতীয় বানিয়ে দুইয়ে উঠে যান ভারত ওপেনার। ইংল্যান্ড পেসার গাস অ্যাটকিনসনকে ফ্লিক করে মিডউইকেট দিয়ে ছক্কা মেরেই রোহিত পেয়ে যান ৩৩২তম ছক্কা।

পরে আরও ৬টি ছক্কা মেরেছেন রোহিত। ম্যাচ শেষে রোহিতের ওয়ানডে ছক্কা ৩৩৮টি। শহীদ আফ্রিদির সঙ্গে ব্যবধানটা এখন ১৩। চ্যাম্পিয়নস ট্রফিতেই না রোহিত কেড়ে নেন রেকর্ড, আফ্রিদির অবসর ভাঙার চিন্তা তো করতেই পারেন!

ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা

ছক্কা ব্যাটসম্যান দেশ
৩৫১ শহীদ আফ্রিদি পাকিস্তান
৩৩৮ রোহিত শর্মা ভারত
৩৩১ ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ
২৭০ সনাৎ জয়াসুরিয়া শ্রীলঙ্কা
২২৯ এমএস ধোনি ভারত

ছক্কার রেকর্ডে দ্বিতীয় স্থানে ওঠার দিনে ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরিও পেয়ে গেছেন রোহিত। অথচ এই ম্যাচে ভারত একাদশ ঘোষণার পর কী সমালোচনাই না হলো রোহিতের।  বিরাট কোহলি একাদশে ফেরায় টপ অর্ডারের একজনকে বাদ দিতেই হতো। সেই কোপটা পড়ল যশস্বী জয়সোয়ালের ওপর। ‘নিজের ব্যাটে তো রান নেই, নিজেকে বাদ না দিয়ে জয়সোয়ালকে বাদ দেওয়া কেন’—সমালোচকদের যুক্তি ছিল এটাই।

বাজে ফর্মের কারণে বেশ সমালোচনার মুখে ছিলেন রোহিত শর্মা
বাজে ফর্মের কারণে বেশ সমালোচনার মুখে ছিলেন রোহিত শর্মা, এএফপি

ভারতের হয়ে এর আগে সর্বশেষ ১০ ইনিংসে যাঁর সর্বোচ্চ ১৮ রান, তাঁর জবাব দেওয়ার উপায় ছিল ব্যাট হাতে ভালো কিছু করেই। নিজের প্রিয় সংস্করণে ফিরে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে জবাবটা দিয়ে দিলেন রোহিত। ৩০ বলে ফিফটি করা রোহিত ফিরেছেন ৯০ বলে ১১৯ রান করে।

ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি

সেঞ্চুরি ব্যাটসম্যান দেশ
৫০ বিরাট কোহলি ভারত
৪৯ শচীন টেন্ডুলকার ভারত
৩২ রোহিত শর্মা ভারত
৩০ রিকি পন্টিং অস্ট্রেলিয়া
২৮ সনাৎ জয়াসুরিয়া শ্রীলঙ্কা

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২ রান করলেও এই সংস্করণে রোহিতের সাম্প্রতিক ফর্ম মোটেও বাজে ছিল না। এর আগে খেলা সাত ম্যাচেই কমপক্ষে ৩৫ রান করেছেন, করেছেন তিনটি ফিফটিও। তবে গত অক্টোবরে নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটি করার পর পাঁচটি টেস্ট ও একটি ওয়ানডেতে ১০ ইনিংসে রোহিত করেছিলেন মোটে ৭০ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজের ধবলধোলাই ও অস্ট্রেলিয়া সফরে সিরিজও হারে ভারত। যেহেতু অধিনায়ক, অফ ফর্মের সঙ্গে দলের বাজে ফলও চাপে ফেলে দেয় রোহিতকে। তাঁর শেষও দেখে ফেলছিলেন অনেকে।

আজ দারুণ এক সেঞ্চুরি করেই রোহিত জানিয়ে দিলেন তাঁকে নিয়ে শেষ কথা বলার সময় এখনো আসেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.