সেই প্রযোজকের সঙ্গে মীমাংসার টেবিলে শাকিব খান, কী মীমাংসা হলো?

0
98
শাকিব খান

শাকিব খান

শাকিব খান
ছবি: সংগৃহীত

ঘটনার মীমাংসায় উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম। তিনি বলেন, ‘আমরা বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত মীমাংসার জন্য বসেছিলাম। আমরা মীমাংসার লক্ষ্যে বসেছিলাম, আজ আমাদের আলোচনা সবে শুরু হয়েছে। কিন্তু এখনো কোনো মীমাংসা হয়নি। এটুকুই।’ তাঁর কাছে জানতে চাই, প্রযোজক রহমত উল্ল্যাহ যে অভিযোগ করেছেন, সেটা নিয়ে আলোচনায় কী কথা হয়েছে? খোরশেদ আলম বলেন, ‘আমরা আজই মাত্র বসেছি। সেখানে অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। আমরা এখন শুধু মীমাংসার লক্ষ্যে কথা বলছি। আমরা কালও বসব। আমরা চেষ্টা করব, ঘটনার মীমাংসা করার।’

মীমাংসায় উপস্থিত ছিলেন শাকিব খান। তাঁকে ফোন দিলে নম্বর বন্ধ পাওয়া যায়। খোরশেদ আলমের কাছে জানতে চাই, ধর্ষণের এই ঘটনা নিয়ে শাকিব খান কী বলেছেন? এমন প্রশ্নে এই প্রযোজক নেতা বলেন, ‘সবাই তো মীমাংসা চান, সে জন্যই আসছেন। সেসব নিয়েই শাকিব কথা বলেছেন। তিনি একটা সমাধান চান। সে লক্ষ্যেই আলোচনা শুরু হয়েছে। আজ এটুকু নিয়েই কথা হয়েছে।’

রহমত উল্ল্যাহর অভিযোগ, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান, এরপর তিনি দেশে পালিয়ে আসেন। এই ঘটনা নিয়ে ছয় বছর পর গতকাল বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন প্রযোজক। অভিযোগে প্রযোজক উল্লেখ করেন, শাকিব খানের বিরুদ্ধে সেই ভুক্তভোগী অস্ট্রেলিয়া পুলিশের কাছে একটি লিখিত অভিযোগও করেছিলেন। সেই অভিযোগে নিজেকে একজন সাক্ষী হিসেবে দাবি করেন রহমত উল্ল্যাহ।

প্রযোজকের কাছে জানতে চাওয়া হয়, ঘটনাটা বেশ আগে ঘটেছিল। এত দীর্ঘ সময় পর কেন শিল্পী সমিতিতে অভিযোগ করলেন? এমন প্রশ্নে রহমত উল্ল্যাহ বলেন, ‘শাকিব খান দীর্ঘদিন ধরে বলে আসছিলেন তিনি সিনেমাটি করে দেবেন। এর মধ্যে করোনা শুরু হয়ে গেছে। কিন্তু সিনেমা নিয়ে কোনো কথা হচ্ছিল না। কোনো উপায় না দেখে আমি শেষ পর্যন্ত অভিযোগ করেছি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.