সেই পুলিশ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা

0
24
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক আব্দুস ছামাদ এর কাছ থেকে ছাত্ররা ক্ষমা চাইলেন
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক আব্দুস ছামাদকে লাঞ্ছিত করার ২৪ ঘণ্টার মধ্যে তার কাছে গিয়ে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা।
 
এ সময় তারা ভুল করেছেন, আর কখনো এমন করবেন না বলে হাতে-পায়ে ধরে ক্ষমা চান ওই পুলিশ কর্মকর্তার কাছে। মানবিকতার পরিচয় দিয়ে ওই পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের ক্ষমা করে দেন।
 
পুলিশ কর্মকর্তা বলেন, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে। তোমরাও তো আমার সন্তানের মতো। ছেলেরাও বাবা-মা এবং শিক্ষকদের সঙ্গে ভুল করে। সংশোধন করার সুযোগ দিতে হয়। আশা করছি, ভবিষ্যতে তোমরা বড়দের সম্মান করবে। ছোটবড় কেউ ভুল করলে তাকেও শোধরানোর সুযোগ দিতে হবে।
 
এর আগে সোমবার ( ৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর মডেল থানায় একদল শিক্ষার্থী দলবেঁধে এসে চড়াও হন ওই পুলিশ কর্মকর্তার ওপর।
 
শহরের কোড়ালিয়া এলাকায় একটি মামলার তদন্ত করতে গিয়ে বিবাদমান দু’পক্ষের রোষানলে পড়েন পুলিশের উপপরিদর্শক আব্দুস ছামাদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.