সেই নারী সমন্বয়কের বহিষ্কারাদেশ প্রত্যাহার

0
5
মুখপাত্র ফাতেমা খানম লিজা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির অব্যাহতিপ্রাপ্ত মুখপাত্র ফাতেমা খানম লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে সংগঠনটি। সাংগঠনিক বিবেচনায় দলে ভেড়ানো হয়েছে তাকে। এখন থেকে সাংগঠনিক সব কার্যক্রম পরিচালনা করতে পারবেন তিনি।

শনিবার (২৪ মে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির আহ্বায়ক আদেসরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

এর আগে, গত শনিবার (১৭ মে) একটি আদেশে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল লিজাকে।

ওই আদেশে বলা হয়েছিল, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত একটি সংগঠনের প্রতিনিধির এমন আচরণ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হল।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.