সুমী শারমীনের ‘চল বেঁচে থাকি’

0
144

মাত্র সাত বছর বয়সে প্রথম প্লেব্যাকের সুযোগ পান কণ্ঠশিল্পী সুমী শারমীন। সেটা দেশবরেণ্য গুণী সুরকার সত্য সাহার হাত ধরে । এরপর  ১৯৯৪ সালে তার প্রথম মৌলিক গানের একক অ্যালবাম প্রকাশিত হয়। দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান অস্ট্রেলিয়ায়।

এবার ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পেল তার নতুন গান ‘চল বেঁচে থাকি’।  গুঞ্জন রহমানের গীতিকবিতায় গানটির সুর করেছেন রাজিব হোসাইন আর সঙ্গীতায়োজন করেছেন সুজন আরিফ। গানটির ভিডিও নির্মাণ করেছেন রাহি আব্দুল্লাহ।

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।

সুমী শারমীন মাত্র সাড়ে চার বছর বয়স থেকে ১১বছর পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ওস্তাদ সাইমুদ আলী খাঁন, ওস্তাদ ওমর ফারুক, ওস্তাদ আজাদ রহমান, শ্রী মঞ্জুশী রায়, পন্ডিত অমরেশ রায় চৌধুরীর কাছে বেনারেস ঘারানায় ক্লাসিকাল ধ্রপদে এ তালিম নেন।

নতুন কুঁড়িতে চ্যাম্পিয়নসহ জাতীয় পর্যায়ে সংগীত এর বিভিন্ন বিষয়ে প্রথম হয়ে ১১টি স্বর্ণপদক অর্জন করেন এই শিল্পী।  ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকায় ছাত্রী থাকা অবস্থায় প্লেব্যাক, জিঙ্গেলসহ বিভিন্ন চ্যানেলে সংগীত পরিবেশন করে আসছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.