এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ওই লড়াইয়ে প্রথম ম্যাচে বড় জয় পাওয়া শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে ২৯১ রান তুলেছে।
সুপার ফোরে যেতে হলে আফগানিস্তানকে ওই রান ৩৭.১ ওভারে তাড়া করতে হবে। তবেই তারা শ্রীলঙ্কাকে বিদায় করে এশিয়া কাপের শেষ চারে যেতে পারবে।
কাজটা খুবই কঠিন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলা কুশল মেন্ডিস ম্যাচ শেষে জানিয়েছেন, তারা আফগানদের রান তাড়া কঠিন করে তুলতে চান। সেজন্য ৪০ ওভার পর্যন্ত তারা দলের মূল বোলারদের ব্যবহার করবেন।
এর আগে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। দলটির হয়ে ওপেনার দিমুথ করুনারত্নে ৩২ রান করেন। পাথুন নিশাঙ্কা ফিরে যান ৪১ রান করে। তারা ৬৩ রানের ওপেনিং জুটি দেন। এছাড়া মিডল অর্ডারে চারিথা আশালঙ্কা ৩৬ ও দুনিথ ওল্লালাগে ৩৩ রানের ইনিংস খেলেন।