প্রতারণার দায়ে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের কথিত প্রেম নিয়ে বিস্তর চর্চা হয়েছে। জ্যাকুলিন অবশ্য সুকেশের সঙ্গে প্রেমের কথা বরাবরই অস্বীকার করেছেন। ভারতীয় গণমাধ্যম মিড ডে জানিয়েছে, সুকেশের সঙ্গে প্রেম নিয়ে নির্মিতব্য তথ্যচিত্রের জন্য প্রস্তাব গেছে শ্রীলঙ্কান অভিনেত্রীর কাছে।
সুকেশের কাণ্ডকীর্তি নিয়ে তথ্যচিত্র নির্মাণ করছে একটি বড় ওটিটি প্ল্যাটফর্ম। যেখানে সুকেশের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর বলিউড-যোগও তুলে আনতে চান নির্মাতা। সেখানে থাকতে পারে সুকেশ ও জ্যাকুলিনের ‘গোপন প্রেমপর্ব’।

গণমাধ্যমে এসেছে, সুকেশ জ্যাকুলিনকে দামি উপহার দিতে, জেল থেকেও লিখতেন প্রেমপত্র। এসব প্রসঙ্গ তথ্যচিত্রের জন্য প্রাসঙ্গিক মনে করছে প্ল্যাটফর্মটি।
তথ্যচিত্রের সঙ্গে যুক্ত একটি সূত্র মিড-ডেকে জানিয়েছে, ‘আমরা মনে করছি, সুকেশকে নিয়ে কথার বলার জন্য জ্যাকুলিনই উপযুক্ত ব্যক্তি।’
তবে সূত্রটি জানায়, জ্যাকুলিন এ বিষয়ে কথা বললেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। তথ্যচিত্রটি এখন গবেষণা পর্যায়ে রয়েছে, ২০২৬ সালে এটির নির্মাণকাজ শুরু হবে।
জানা গেছে, ২০১৫ সাল থেকে সুকেশ তাঁর প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। ধীরে ধীরে নিজের জাল বিছাতে থাকেন বলিউডেও। তাঁকে গ্রেপ্তারের পর তদন্ত করতে গিয়ে সুকেশের সঙ্গে বলিউড তারকাদের সম্পর্কের কথা জানতে পারেন গোয়েন্দা কর্মকর্তারা। এ তদন্তে জ্যাকুলিন ছাড়াও আরেক অভিনেত্রী নোরা ফতেহির নামও এসেছে।