সুইজারল্যান্ডের বরফচূড়ায় বিয়ের অনুষ্ঠান করা কে এই সোনম

0
208
এল সুন্দর দাসের গয়না, লে সিলা ব্র্যান্ডের জুতা, জুডিথ লিইবার থেকে নেওয়া অনুষঙ্গ বিয়েতে সোনমের সাজে যোগ্য জোড় হয়েছিল

ইনফ্লুয়েন্সার সোনম বাবানি বিয়ে করছেন উদ্যোক্তা নীল সাংভিকে। এই দম্পতি বিয়ে করতে গত বছর উড়ে গিয়েছিলেন সুইজারল্যান্ডের জারমাটে

ইনফ্লুয়েন্সার সোনম বাবানি বিয়ে করছেন উদ্যোক্তা নীল সাংভিকে। এই দম্পতি বিয়ে করতে গত বছর উড়ে গিয়েছিলেন সুইজারল্যান্ডের জারমাটে

সুইস আল্পসের চূড়ায় বিয়ে করে এখনো আলোচনায় আছেন অভিজাত ফ্যাশন ও ট্রাভেল ব্লগার সোনম বাবানি

সুইস আল্পসের চূড়ায় বিয়ে করে এখনো আলোচনায় আছেন অভিজাত ফ্যাশন ও ট্রাভেল ব্লগার সোনম বাবানি

২০২০ সালে প্রেমিক নীলকে বিয়ে করার পরিকল্পনা করেন সোনম। কিন্তু করোনা আটকে দেয় সেই বিয়ের অনুষ্ঠান। কিন্তু সোনম-নীল হাল ছাড়েননি। নিজেদের পছন্দের গন্তব্যে গিয়েই বিয়ে করতে অনড় ছিলেন তাঁরা

২০২০ সালে প্রেমিক নীলকে বিয়ে করার পরিকল্পনা করেন সোনম। কিন্তু করোনা আটকে দেয় সেই বিয়ের অনুষ্ঠান। কিন্তু সোনম-নীল হাল ছাড়েননি। নিজেদের পছন্দের গন্তব্যে গিয়েই বিয়ে করতে অনড় ছিলেন তাঁরা

দুই বছর অপেক্ষা করতে হলেও মনমতো অনুষ্ঠান আয়োজনে কোনো ছাড় দেননি এই জুটি। পরিবার আর কাছের মানুষদের নিয়ে ভারতীয় সংস্কৃতি মেনে খুবই অভিজাতভাবে বিয়ে করেন তাঁরা

দুই বছর অপেক্ষা করতে হলেও মনমতো অনুষ্ঠান আয়োজনে কোনো ছাড় দেননি এই জুটি। পরিবার আর কাছের মানুষদের নিয়ে ভারতীয় সংস্কৃতি মেনে খুবই অভিজাতভাবে বিয়ে করেন তাঁরা

হলুদের অনুষ্ঠানে একটি পান্না সবুজ মখমলের গাউন পরেছিলেন সোনম। ডিজাইনার সব্যসাচীর নকশা করা এই গাউনটির নকশা ছিল ফুলেল

হলুদের অনুষ্ঠানে একটি পান্না সবুজ মখমলের গাউন পরেছিলেন সোনম। ডিজাইনার সব্যসাচীর নকশা করা এই গাউনটির নকশা ছিল ফুলেল

সোনমের পোশাকের সঙ্গে মিল রেখে হলুদের অনুষ্ঠানে নীল সাংভিও পরেছিলেন সব্যসাচীর ফুলেল নকশার পাঞ্জাবি-পায়জামা

সোনমের পোশাকের সঙ্গে মিল রেখে হলুদের অনুষ্ঠানে নীল সাংভিও পরেছিলেন সব্যসাচীর ফুলেল নকশার পাঞ্জাবি-পায়জামা

রাতে ছিল রিহার্সাল ডিনার পার্টি। সেই অনুষ্ঠানের জন্য সোনম বেছে নিয়েছিলেন ভার্সাচির কালোর ওপর সোনালি প্রিন্টের সাইড কাটা স্কার্ট। সঙ্গে ওপরে পরেছিলেন জরি-পুঁতির ভারী নকশার টপ। এই পোশাকের সঙ্গে সোনম পরেছিলেন পারিবারিকভাবে পাওয়া গয়নার কয়েকটি

রাতে ছিল রিহার্সাল ডিনার পার্টি। সেই অনুষ্ঠানের জন্য সোনম বেছে নিয়েছিলেন ভার্সাচির কালোর ওপর সোনালি প্রিন্টের সাইড কাটা স্কার্ট। সঙ্গে ওপরে পরেছিলেন জরি-পুঁতির ভারী নকশার টপ। এই পোশাকের সঙ্গে সোনম পরেছিলেন পারিবারিকভাবে পাওয়া গয়নার কয়েকটি

বিয়ের অনুষ্ঠানের জন্য সোনম চেয়েছিলেন বরফে ঢাকা পাহাড়ের মতোই শান্ত স্নিগ্ধ রঙের পোশাক। আর তাই আবু জানি সন্দীপ খোসলার নকশা করা অপার্থিব সাদা লেহেঙ্গা বেছে নেন। বিয়েতে অলংকার, জুতা, ব্যাগের মতো প্রতিটি অনুষঙ্গই বিখ্যাত সব ব্র্যান্ড থেকে কিনেছিলেন সোনম

বিয়ের অনুষ্ঠানের জন্য সোনম চেয়েছিলেন বরফে ঢাকা পাহাড়ের মতোই শান্ত স্নিগ্ধ রঙের পোশাক। আর তাই আবু জানি সন্দীপ খোসলার নকশা করা অপার্থিব সাদা লেহেঙ্গা বেছে নেন। বিয়েতে অলংকার, জুতা, ব্যাগের মতো প্রতিটি অনুষঙ্গই বিখ্যাত সব ব্র্যান্ড থেকে কিনেছিলেন সোনম

এল সুন্দর দাসের গয়না, লে সিলা ব্র্যান্ডের জুতা, জুডিথ লিইবার থেকে নেওয়া অনুষঙ্গ বিয়েতে সোনমের সাজে যোগ্য জোড় হয়েছিল

এল সুন্দর দাসের গয়না, লে সিলা ব্র্যান্ডের জুতা, জুডিথ লিইবার থেকে নেওয়া অনুষঙ্গ বিয়েতে সোনমের সাজে যোগ্য জোড় হয়েছিল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.