যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ভয়াবহ ট্র্যাজেডির পর, তৃতীয় দফার ছুটি শেষে সীমিত পরিসরে খুললো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে, আজ কোনো পাঠদান কার্যক্রম চালু হবে না।
কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটাতে করা হচ্ছে কাউন্সিলিং। বিমানবাহিনীর পক্ষ থেকেও বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প। যেখানে দেওয়া হচ্ছে শারীরিক ও মানসিক পরামর্শ। ধীরে ধীরে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু করতেই নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।
শনিবার, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের আশায় হয় বিশেষ দোয়া ও প্রার্থণা। ২১ জুলাই মাইলস্টোন স্কুলের ক্লাস রুমে বিধ্বস্ত হয় একটি প্রশিক্ষণ বিমান।
সবমিলিয়ে, এখন পর্যন্ত ৩৪ জনের প্রাণহানির তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বার্ন ইনস্টিটিউট’সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জন।