সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ১২ জন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।
আবুল কাশেম নামের এক রাজমিস্ত্রি বলেন, নিহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক।
ওসি শামসুদ্দোজা বলেন, একটি বড় ট্রাক ও একটি মিনি ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।