সিরিজ হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় তুললেন মিরাজ

0
5
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশকে টানা দুই ম্যাচে পরাজিত করে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে টাইগাররা। আর এই পরিস্থিতির জন্য ব্যাটারদের দায়ী করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
 
মিরাজ বলেন, মাঝের ওভারগুলোয় ভালো ব্যাটিং হয়নি। কোনো জুটি গড়ে উঠেনি। একের পর এক উইকেট পড়েছে। মাহমুদউল্লাহ ও সাকিব (তানজিম) ভালো খেলেছে, তবে আমরা নিজেরাই ভুল করেছি।
 
সেন্ট কিটসে আগে ব্যাট করে ২২৭ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ৩৩ বলে ৪৬ রান করলেও টপ ও মিডল অর্ডার ব্যর্থ হলে ১১৫ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলে তারা।
 
এরপর অষ্টম উইকেট জুটিতে মাহমুদউল্লাহ ও তানজিম হাসান সাকিবের ৯২ রানে সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ। যা পরে অনায়াসেই পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাই মিরাজ মনে করেন শুরুতে উইকেট হারালেও সেখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল।
 
তার ভাষ্য, সিলস ও বাকিরা খুব ভালো বল করেছে, আমরা শুরুতে রান পাইনি। শুরুতে দ্রুত উইকেট হারালেও ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল। তবে স্কোর যথেষ্ট ছিল না। এই উইকেটে ৩০০ বা তার বেশি রান করা দরকার ছিল।
 
উল্লেখ্য, একই মাঠে আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামবে বাংলাদেশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.