সিডনিকে হটিয়ে অস্ট্রেলিয়ার জনবহুল শহর মেলবোর্ন

0
142
অস্ট্রেলিয়ার জনবহুল শহর

সিডনিকে হটিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার জনবহুল শহরের খেতাব পেয়েছে মেলবোর্ন। সীমান্তে পরিবর্তনের ফলে এই পরিবর্তন হয়েছে। ১০০ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর ছিল সিডনি।

মেলবোর্নে দ্রুত বাড়ছে জনসংখ্যা। মেল্টন এলাকায় শহরটি বিস্তৃত হয়েছে। ২০২১ সালের জুন মাসের সরকারি তথ্য অনুসারে, মেলবোর্নের সংখ্যা ৪৮ লাখ ৭৫ হাজার ৪০০ জন। যা সিডনির তুলনায় ১৮ হাজার ৭০০ জন বেশি। খবর বিবিসির

এবিএস-এর অ্যান্ড্রিউ হোয়ে বলেছেন, মেল্টনকে মেলবোর্নে অন্তর্ভুক্ত করার ফলে এখন শহরটির জনসংখ্যা সিডনির চেয়ে বেশি। ২০১৮ সাল থেকেই মেলবোর্ন সিডনিকে ছাড়িয়ে গেছে।

বহু ছোটশহর নিয়ে গটিত গ্রেটার সিডনি গোটা অঞ্চলের বিবেচনায় এখনও গ্রেটার মেলবোর্নের চেয়ে বড়। তবে অস্ট্রেলিয়া সরকারের ধারণা, ২০৩১ থেকে ২০৩২ সালের মধ্যে গ্রেটার মেলবোর্ন গ্রেটার সিডনিকে ছাড়িয়ে যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.