দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের সন্নিকটে একটি বস্তি এলাকায় আজ শুক্রবার ভোরে অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানকার অন্তত ৫০০ জনকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর মেলেনি।
শুক্রবার ভোর ৬টা ২৭ মিনিটে সিওলের দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ গুরিয়াং গ্রামে আগুন লাগে। সেখানে অনেকটা গায়ে গায়ে লাগোয়া ৬৬০টি বসতি রয়েছে। অন্তত ৪০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস এসব তথ্য জানায়।
ফায়ার সার্ভিসের ২৯০ জন কর্মী নিয়োগ করা হয়েছে এবং ১০টি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েওল আগুন নেভাতে সর্বশক্তি নিয়োগের নির্দেশ দিয়েছেন। তিনি ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে বর্তমানে সুইজারল্যান্ডের দাভোসে রয়েছেন।
এশিয়ার চতুর্থ অর্থনীতির দেশ উত্তর কোরিয়ার এই গুরিয়াং গ্রামটিকে সম্পদের অসম বন্টনের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। সূত্র: রয়টার্স