সাড়ে ছয় মাস পর নিজ এলাকায় সাত ঘণ্টার সফরে অর্থমন্ত্রী

0
128
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মিসভায় বক্তব্য দেন অর্থমন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল

কুমিল্লা-১০ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রায় সাড়ে ছয় মাস পর নিজ নির্বাচনী এলাকা সফর করেছেন। গতকাল রোববার সাত ঘণ্টার এই সফরে গ্রামের বাড়িতে মা-বাবার কবর জিয়ারতের পাশাপাশি দলীয় দুটি সভায় যোগ দেন।

নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই উপজেলা নিয়ে কুমিল্লা-১০ আসন। এই আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। তাঁর গ্রামের বাড়ি লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামে।

স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টায় লালমাই উপজেলার দুতিয়াপুর গ্রামের বাড়িতে পৌঁছান অর্থমন্ত্রী। সেখানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও জেলা পুলিশ সুপার আবদুল মান্নান। এ সময় মন্ত্রী তাঁর বাবা ও মায়ের কবর জিয়ারত করেন। পরে তিনি নাঙ্গলকোট পৌর আওয়ামী লীগের কর্মিসভা ও বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মিসভায় যোগ দেন। এরপর তিনি চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে পুনরায় বাড়িতে আসেন। সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

ভোটের আগে অর্থমন্ত্রীর আসনে হাজার কোটি টাকার প্রকল্প

কর্মিসভায় অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে চলছে। দেশের অর্থনীতি ভালো আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব খাতেই উন্নয়ন করছে। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।

লালমাইয়ে আ.লীগের মনোনয়ন পেলেন অর্থমন্ত্রীর ভাতিজা কামরুল

আ হ ম মুস্তফা কামাল ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নাঙ্গলকোট থেকে অংশ নেন। এ এলাকার টানা তিনবারের সংসদ সদস্য তিনি। এর আগে তিনি ১৯৯৬ সালে কুমিল্লা-৯ এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের জানুয়ারি মাসে অর্থমন্ত্রী নির্বাচনী এলাকা সফর করেন। এরপর সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও শারীরিক অসুস্থতার কারণে এলাকায় আসেননি অর্থমন্ত্রী। এরপর ২০২২ সালের ২১ নভেম্বর রাতে তিনি গ্রামের বাড়িতে এসে দুই ঘণ্টা অবস্থান করেন। এরপর গত বছরের ৮ ডিসেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে দুই দিন বাড়িতে অবস্থান করেন। এরপর গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা নগরের রামঘাট দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী।

লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাইয়ের ছেলে কামরুল হাসান শাহীন বলেন, দুপুরে গ্রামের বাড়িতে এসে কিছু সময় ছিলেন অর্থমন্ত্রী। এরপর তিনি নাঙ্গলকোটে দলীয় কর্মসূচিতে যান। সন্ধ্যায় ঢাকায় ফিরে যান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.