সারা দেশে র‌্যাবের অভিযানে, গ্রেপ্তার ২৬৬

0
46
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটে। এর পরেই সারা দেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালায়। এতে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মোট ২৬৬ জনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করে বাহিনীটি।

শুক্রবার (২৬ জুলাই) সকালে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি নাশকতার অভিযোগে ঢাকায় ৬৩ জন ও ঢাকার বাইরে ২০৩ জনসহ সারা দেশে মোট ২৬৬ জন গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.