সাবেক মন্ত্রী ইনু গ্রেফতার

0
44
জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরের পর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হাসানুল হক ইনু। গত ২২ আগস্ট ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও গ্রেফতার করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার আগের দিন সেই সময়কার পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন হাসানুল হক ইনু। ৪ আগস্টের ওই বিবৃতিতে সংঘাত-সহিংসতা-রক্তপাত ও রাজনৈতিক অনিশ্চয়তা এড়াতে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান ও আলোচনার শেষ সুযোগ হাতছাড়া না করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।

ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঢাকার নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

২০১৪ থেকে ২০১৯ মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে কুষ্টিয়া-২ আসনে নৌকা নিয়ে নির্বাচন করেও হেরে যান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.