সাফজয়ী ফুটবলারদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস

0
32
ছাদখোলা বাস সাফজয়ী ফুটবলারদের জন্য
২০২২ সালে ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর ছাদখোলা বাসে সংবর্ধনাও পেয়েছিলেন ফুটবলাররা। এবারও দুর্দান্ত ফুটবল খেলে শিরোপা ধরে রেখেছেন সাবিনারা। তাই সাফজয়ী ফুটবলারদের আরও একবার ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে যাচ্ছে বাফুফে।
 
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টায় ঢাকায় পৌঁছানোর কথা সাফজয়ী ফুটবলারদের।
 
সাবিনাদের বরণ করে নেওয়ার জন্য ইতোমধ্যে প্রস্তুত ছাদখোলা বাস। ঢাকার কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে কিছুক্ষণ পর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে বাসটি। ছাদখোলা বাসে করেই বাফুফে ভবনে পৌঁছাবে সাফজয়ী ফুটবলাররা।
 
বাস প্রস্তুত থাকার বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে বলেন, আমাদের ছাদখোলা বাসটি আগের বানানো। আগে চারটি গাড়ির মধ্যে একটি গাড়ি আজকে সাফ বিজয়ীদের আনতে যাবে। বাফুফে আমাদেরকে বলামাত্র আমরা গাড়িটি ধুয়ে মুছে পরিষ্কার করেছি।
 
‘ইভেন্ট ম্যানেজমেন্টের লোকগুলো শুধু গাড়িতে স্টিকার লাগিয়েছে। এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোক আছে, বাফুফের লোকজন আছে। গাড়িটি আন্তর্জাতিক বাস ডিপোতে প্রস্তুত আছে।’
 
বিআরটিসি বাসের দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবি স্থাপিত হয়েছে। বাসের মাঝখানে ট্রফি নিয়ে গ্রুপ ছবি। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি। বাম পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও ডান পাশে সেরা গোলরক্ষক রুপ্না চাকমার ট্রফি নেয়ার মুহুর্ত।
 
ঋতুপর্ণা চাকমার ছবির উপরে রয়েছে কয়েকটি লোগো। নারী ফুটবলে দীর্ঘদিনের স্পন্সর ঢাকা ব্যাংক। সেই ২০১৬ সাল থেকে নারী ফুটবলের সঙ্গে এই আর্থিক প্রতিষ্ঠানটি রয়েছে।
 
তাই বিশেষ এই উপলক্ষ্যে বাফুফে স্মরণ করেছে তাদের। এ ছাড়াও বেভারেজ পার্টনার পুষ্টি, ট্যাকনিক্যাল পার্টনার আমরাও বছরব্যাপী বাফুফেকে পৃষ্ঠপোষকতা করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.