সান্তোস ছাড়ার ইঙ্গিত নেইমারের

0
15

শৈশবের ক্লাব সান্তোস এফসি ছেড়ে দেয়ার ইঙ্গিত দিলেন নেইমার জুনিয়র। গত বুধবার (২৩ জুলাই) লিগে ভিলা বেলমিরোতে ইন্টারন্যাশনালের কাছে ২-১ গোলে হেরে যায় সান্তোস। এটি ছিল তাদের অবনমন এড়ানোর ম্যাচ। ম্যাচ হারায় নেইমারকে তার পরিবার নিয়ে বাজে কথা বলেন এক ভক্ত। এর প্রেক্ষাপটেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, তিনি যদি দলের জন্য বোঝা হয়ে থাকেন তাহলে তিনি চলে যাবেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমার লেখেন, আমি সান্তোসে সাহায্য করতে এসেছি। কিন্তু যদি ভক্তরা মনে করে যে, আমি আর অবদান রাখছি না কিংবা আমি ক্লাবের ক্ষতি করছি, তাহলে আমি এখান থেকে চলে যাব। আমি কখনই পারফরম্যান্স সম্পর্কিত সমালোচনা নিয়ে তর্ক করব না। তবে আমাকে ভাড়াটে সৈনিক বলা কিংবা আমার পরিবারকে অপমান করা আমি মেনে নেব না। দুঃখিত, কিন্তু আমিও মানুষ। কখনো কখনো নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন।

ভিলা বেলমিরোতে ম্যাচের মাঝেই এক সমর্থক উত্তেজিত হয়ে পড়েন, নেইমারকে উদ্দেশ্য করে বলেন বাজে কথা। পাল্টা জবাব আসে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের কাছ থেকেও। উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মাঝে। কিন্তু এসবের কারণে বেশ কষ্টই পেয়েছে সাবেক এই আল হিলাল তারকা।

ইনজুরি, অফফর্ম আর ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়েই কয়েক বছর ধরে ভুগছেন নেইমার জুনিয়র। পুরোনো নেইমিকে যেন খুঁজেই পাচ্ছেন না ভক্তরা। বার্সেলোনায় নিজের স্বর্ণালী মুহূর্তে কাটিয়ে পাড়ি জমিয়েছিলেন পিএসজিতে। এরপর সৌদি ক্লাব আল হিলালে। কিন্তু ক্লাব বদলালেও বদলায়নি তার ইনজুরি প্রবনতা। মানসিক ভাবেও হয়তো স্থিতিশীল হতে পারছিলেন না তিনি। তাই তো নিজেকে খুঁজে পেতেই বেছে নিয়েছেন শৈশবের সেই চিরচেনা ক্লাব সান্তোস।

উল্লেখ্য, সান্তোসে ফিরে এখন পর্যন্ত মোট ১৫টি ম্যাচ খেলেছেন নেইমার। সেখানে আছে ৪টি গোল ও ৩টি অ্যাসিস্ট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.