সাড়ে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমতি

0
45
ডিম

মূল্য সহনীয় করতে ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বিভিন্ন উৎস থেকে আনা হবে সাড়ে চার কোটি পিস ডিম। এজন্য ঢাকা, রংপুর, যশোর, সাতক্ষীরার সাতটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে।

আমদানির শর্ত হিসেবে বলা হয়েছে, ক্ষতিকারক কোনো পদার্থ ডিমে আছে কি না তা পরীক্ষা করতে হবে। পরিশোধ করতে হবে শুল্ককর। ডিম আমদানির ১৫ দিন আগে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

প্রাণিসম্পদ অধিদফতরের হিসাবে দেশে প্রতিদিন প্রয়োজন ৫ কোটি পিস ডিম। গেল কয়েকদিন ধরেই ক্রেতার নাগালের বাইরে চলে গেছে ডিম। প্রতি পিস ডিমের বিক্রি মূল্য এখন ১৫ টাকা। এক ডজন ডিমের দাম ১৭০ থেকে ১৮০ টাকা। তদারকি বাড়িয়েও নিয়ন্ত্রণে আসছে না দাম।

যদিও সরকারের তরফ থেকে বলা হয়, দেশে চাহিদার তুলনায় ডিম উৎপাদন হয় বেশি। তারপরও অদৃশ্য কারণে বেড়েই যাচ্ছে দাম। ভারত থেকে আমদানি করা প্রতি পিসের দাম পড়ছে সাড়ে ৭ টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.