সাড়ে ছয় শ কোটি টাকায় বিক্রি হলো গাড়িটি

0
9
মার্সিডিজের ডব্লিউ১৯৬ আর মডেলের এই গাড়ি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে, ছবি: রয়টার্স

রেকর্ড দামে বিক্রি হয়েছে মার্সিডিজের একটি ‘স্ট্রিমলাইনার’ ঘরনার গাড়ি। ফর্মুলা ওয়ান গাড়ি দৌড়ের কিংবদন্তিতুল্য ব্রিটিশ চালক স্টারলিং মস ও হুয়ান ম্যানুয়েল ফাঙ্গিও এই গাড়ি চালিয়েছিলেন।

আর্জেন্টিনার পাঁচবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন ফাঙ্গিও ১৯৫৫ সালে গাড়িটি চালিয়েই বুয়েনস এইরেস গ্র্যান্ড প্রি জিতে নিয়েছিলেন।

জার্মানির স্টুটগার্টে এক নিলামে গাড়িটি ৫ কোটি ১১ লাখ ৫৫ হাজার ইউরো (৪ কোটি ২৭ লাখ ৫০ হাজার পাউন্ড) বিক্রি হয়েছে। বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ছয় শ কোটি।

রুপালি রঙের ডব্লিউ১৯৬ আর গাড়িটি এত দামে বিক্রির মধ্য দিয়ে একটি নতুন রেকর্ড হয়েছে। এটিই এখন নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গ্র্যান্ড প্রিক্স গাড়ি। আর সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গাড়ির তালিকায় এর স্থান দ্বিতীয়। বিশ্বে বর্তমানে এই মডেলের মাত্র চারটি গাড়ি রয়েছে। স্টুটগার্টে বিক্রি হওয়া গাড়িটি সেগুলোর একটি।

এর আগে এই রেকর্ড গড়েছিল ফাঙ্গিওর আরেকটি গাড়ি। সেটি একটি মার্সিডিজ ডব্লিউ১৯৬। এটি ১৯৫৪ সালে তৈরি করা হয়েছিল। গাড়িটি ২০১৩ সালে নিলামে ১ কোটি ৯৬ লাখ পাউন্ডে (কমিশন ও কর বাদ দিয়ে) বিক্রি হয়েছিল।

বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গাড়িটিও মার্সিডিজের তৈরি। সেটি ১৯৫৫ সালে তৈরি একটি ৩০০ এসএলআর উহলেনহাউট কুপ স্পোর্টস কার। ২০২২ সালে সেটি সাড়ে ১৩ কোটি ইউরোয় বিক্রি হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.