মেঘ পাহাড়ের মিতালীর পর্যটনকেন্দ্র সাজেক যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে কলেজ শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সাজেক উঠার সময় সিজক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী।
আহতদের মধ্যে ৩ শিক্ষার্থীর নাম জানা গেছে। তারা হলেন, ছাবিনা (২১), মিনি (২০) ও মিলি (২১)।
স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সুত্রে জানা যায়, নোয়াখালী সরকারী মহিলা কলেজের ২১ জন ছাত্রী ও দুই জন শিক্ষক দুইটি চান্দের গাড়ী নিয়ে সাজেক যাচ্ছিলেন। পথিমধ্যে সিজক ছড়া থেকে সাজেক উঠার সময় একটি চাদেঁর গাড়ি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ৯০ ফুট নিচে খাদে পড়ে যায়। এ সময় ৩ জন জন শিক্ষার্থী গুরুতর আহত।
পরে খবর পেয়ে আহতদের উদ্ধার করে একজন শিক্ষকের অধীনে খাগড়াছড়ির দীঘিনালা হাসপাতালে পাঠায় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে নোয়াখালী সরকারি মহিলা কলেজের অপর একটি গাড়ি সাজেকে পৌঁছেছে জানিয়েছে সেনাবাহিনী।