সাজেকে উপচেপড়া ভিড়, ক্লাবঘর-মসজিদে রাত কাটালো ২ শতাধিক পর্যটক

0
8
সাজেকে উপচেপড়া ভিড়

সাজেকে হোটেলের কক্ষ না পেয়ে স্থানীয় মসজিদ, ক্লাবঘরসহ বিভিন্ন স্থানে রাত কাটিয়েছেন ২ শতাধিক পর্যটক। গতকাল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সাজেক ভ্রমণে গিয়ে এমন ঘটনা ঘটে।

এদিন উপচেপড়া ভিড় দেখে সাজেক থেকে ফিরেও এসেছেন অনেকে। ভীড় ছিলো রাঙ্গামাটি শহর, কাপ্তাইসহ জেলার অন্যান্য পর্যটন স্পটগুলোতেও।

স্থানীয় প্রশাসন জানায়, সাজেকে বর্তমানে ১১৬টি রিসোর্ট-কটেজ রয়েছে। যেখানে প্রায় ৪ হাজারের মতো পর্যটক অবস্থান করতে পারেন। কিন্তু অনেক পর্যটক অগ্রিম বুকিং না করে যাওয়ায় কোনো রিসোর্ট কটেজে রুম পাননি। ফলে কিছু পর্যটক ফিরে গেলেও অনেকেই থেকে গেছেন।

ছুটির দিন হওয়ায় এমন ভিড় হয়েছে জানিয়ে কতৃপক্ষ আরও জানায়, যারা থাকার জায়গা পাননি তারা কটেজ মালিক সমিতি, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় ক্লাবঘর, প্রাথমিক বিদ্যালয়, স্থানীয়দের বাড়িঘর ও মসজিদে রাত্রিযাপন করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.