লাকী আখান্দের অপ্রকাশিত সুরে রফিকুল আলম

0
93

বাংলা গানের জাদুকরি সুরস্রষ্টাদের একজন লাকী আখান্দ। তিনি এমন সব গান সৃষ্টি করে গেছেন, যেগুলো তাঁর সমকালীন প্রজন্ম তো বটেই, এই আধুনিক প্রযুক্তিনির্ভর প্রজন্মকেও মুগ্ধতায় বুঁদ করে রেখেছে।

সেই বরেণ্য সুরের জাদুকরের অপ্রকাশিত সুরে গাইলেন রফিকুল আলম। ‘তুমি আমি দেখো না কেমন দু’জনাতে মিলে হয়েছি একজন’– এমন কথায় গানটি লিখেছেন গোলাম মোর্শেদ। গত শনিবার মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি অডিও স্টুডিওতে এর রেকর্ডিং শেষ হয়েছে। সংগীত পরিচালনা করেছেন সজীব দাস।

অপ্রকাশিত গান প্রসঙ্গে রফিকুল আলম বলেন, “লাকী আখান্দ আমাদের মাঝে নেই। তিনি বেঁচে থাকবেন তাঁর অমর সৃষ্টিতে। লাকী আখান্দের সুর করা গানটি এতদিন এর গীতিকার গোলাম মোর্শেদের কাছেই ছিল। সময়-সুযোগের অভাবে রেকর্ড করা হয়নি। গানের সুর অসাধারণ। কথাও ভালো। আশা করছি, শ্রোতাদের গানটি পছন্দ হবে। শিগগিরই এটি ‘গান জানালা’র ব্যানারে প্রকাশ হবে বলে জানা গেছে।”

এ গান ছাড়াও লাকী আখান্দের সুরে ‘তুমি ফিরে এসেছো আবার’ শিরোনামে একটি গানে আগামী মাসের শেষের দিকে কণ্ঠ দেবেন রফিকুল আলম। এ গানও শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেবে বলে আশা প্রকাশ করেছেন নন্দিত এ কণ্ঠশিল্পী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.