শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে নীরব ভূমিকা পালন করেছেন সাকিব আল হাসান। যা নিয়ে তীব্র সমালোচনায় পড়তে হয়েছে তাকে। যদিও সেই সমালোচনা খুব একটা গায়ে মাখেননি তিনি। তবে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় সংসদ সদস্য হিসেবে অকার্যকর হয়ে পড়েছেন সাকিব।
সরকার পতনের একদিন পর কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলতে নামেন সাকিব। সেখানেই লাঞ্ছিত হতে হয় টাইগার এই অলরাউন্ডারকে। গতকাল ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ক্রিকেটারদের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় ‘দালাল সাকিব’‘টোকাই সাকিব’ ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় কেউ কেউ আবার অশ্রাব্য গালাগালও দেন।
দেশের ছাত্র আন্দোলনে সাকিব নীরব থাকলেও আন্দোলনে শুরু থেকেই সমর্থন দিয়ে গেছেন তার গুরু ও ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম। এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় সাকিবে নীরবতা নিয়ে। জবাবে তিনি বলেন, তার (সাকিব) সুযোগ ছিল ছাত্রদের পাশে দাঁড়ানোর, সহানুভূতি দেখানোর। কিন্তু কেন হয়নি সেটা ও-ই ভালো জানে আমি তো বলতে পারব না।
ফাহিম বলেন, ‘তার ফ্যান বা তাকে যারা পছন্দ করে তাদের প্রতিক্রিয়া খুব স্বাভাবিক। তারা আশা করেছিল কিছু-না কিছু একটা সাকিবের থেকে তাদের কাছে আসবে। যেহেতু আসেনি তাদের প্রতিক্রিয়া জাস্টিফাইড। আমার সঙ্গে কোনো কথা হয়নি। তার ক্যারিয়ার এখানে শেষ কি না আমি এখন বলতে পারব না।’