সাকিবদের লক্ষ্য এখন চ্যাম্পিয়নস ট্রফি

0
147
সাকিব আল হাসান

সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (২০১৭) মনে আছে? ইংল্যান্ডে অনুষ্ঠিত ৮ দলের সে টুর্নামেন্টে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ দল খেলেছিল সেমিফাইনালে। শেষ চারে গিয়ে ভারতের বিপক্ষে হেরে বাদ পড়েছিল বাংলাদেশ। পরের ছয় বছরে ৫০ ওভারের এ আইসিসি টুর্নামেন্ট আর মাঠে গড়ায়নি। তবে ২০২৫ সালে ফিরে আসবে এই টুর্নামেন্ট। এবারও চ্যাম্পিয়নস ট্রফি হবে ৮ দলের। আর চলমান ওয়ানডে বিশ্বকাপের সেরা ৮ দল খেলবে সেই টুর্নামেন্টে।

কিন্তু গতবারের সেমিফাইনালিস্ট বাংলাদেশ এবার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবে তো? এই বিশ্বকাপে বাংলাদেশ দলের যে পারফরম্যান্স, তাতে প্রশ্নটা উঠছে। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে বাংলাদেশ দল জিতেছে মাত্র ১ ম্যাচ। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ৯–এ। এখান থেকে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখার সুযোগ নেই। তবে শেষ ম্যাচে ভালো করে চ্যাম্পিয়নস ট্রফির টিকিট অর্জন করার সুযোগ আছে।

আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ খেলবে চ্যাম্পিয়নস ট্রফির কথা মাথায় রেখে। অধিনায়ক সাকিব আল হাসান আজ ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে সে কথাই বললেন, ‘গোটা দলই আমাদের কী করা দরকার, তা নিয়ে কথা বলছে। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য আমাদের জিততে হবে। এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ লক্ষ্য আমরা নির্ধারণ করেছি। এর জন্য জেতা ছাড়া কোনো বিকল্প নেই। সেটাই করতে চাই।’

বাংলাদেশ দল
বাংলাদেশ দল, ছবি: বিসিবি

অন্য এক প্রশ্নের উত্তরে একই কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘চ্যাম্পিয়নস ট্রফি একটা লক্ষ্য। তবে কত ওপরের দিকে শেষ করা যায়, সেটাও আমাদের লক্ষ্য। যেভাবে চেয়েছিলাম, সেভাবে পারিনি। এখান থেকেও যদি ভালোভাবে খেলতে পারি এবং ভালো কিছু ফল যদি আমাদের পক্ষে আসে, তাহলেও হয়তো আমরা স্বস্তি নিয়ে ফিরতে পারব। তখন আমরা ভাবতে পারব যে কী কী করলে আরও ভালো করতে পারতাম। সে জায়গা থেকে সামনের তিন ম্যাচে মনোযোগ রাখার চেষ্টা করছি।’

এর বাইরে এই বিশ্বকাপ থেকে বাংলাদেশের অর্জনের কিছু নেই বললেই চলে। সাকিবের সব মনোযোগ তাই আগামীকালের ম্যাচে, ‘এখন তো মনোযোগ কালকের ম্যাচে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.