নারায়ণগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতা–কর্মীদের দাঁড়াতে না দিলেও আজ শনিবার দুপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীরা পুলিশ পাহারায় লাঠি নিয়ে মিছিল করেছে। এ সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরা মোটরসাইকেল মহড়া ও মিনি ট্রাকে মিছিল করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে দুপুর পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের ৬০–৭০ জন নেতা–কর্মী লাঠি নিয়ে মিছিল বের করেন। এ সময় বিএনপির নেতা–কর্মীদের উদ্দেশ্যে নানা স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিলটি শিমরাইল ঘুরে আবার সাইনবোর্ড ফেরত আসে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের নেতৃত্বে নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মহাসড়কের ডাচ্–বাংলা ব্যাংকের সামনে ডিবি পুলিশের সদস্যরা তাঁদের ঘিরে ধরেন। এ সময় ডিবি পুলিশের সদস্যরা আওয়ামী লীগের নেতা–কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের লোকজন কোথায়? আপনারা এতক্ষণ কোথায় ছিলেন?’
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, বিএনপির অবস্থান কর্মসূচির নামে মহাসড়ক অবরোধ করতে চায়। তাই তাদের প্রতিরোধে আওয়ামী লীগের নেতা–কর্মীরা সকাল থেকে মাঠে রয়েছেন। লোকজন কম থাকার বিষয়ে ডিবি পুলিশের ক্ষোভের বিষয়ে তিনি বলেন, ‘লোক বললেই তো পাওয়া যায় না। আমরা নেতা–কর্মীদের সময় দিয়েছি ১১টায়। আসতে আসতে দেরি হয়ে গেছে।’ তিনি দাবি করেন, এখন তো লোকের অভাব নাই। হাজার হাজার নেতা–কর্মী মাঠে রয়েছে। বিকেল পর্যন্ত তাঁরা মাঠে থাকবেন।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, মহাসড়কে কাউকে নৈরাজ্য ও নিরাপত্তা রক্ষার্থে পুলিশ তৎপর রয়েছে। বিএনপি আওয়ামী লীগ কাউকে মহাসড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা করতে দেওয়া হবে না।