রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টারের আগুন সাড়ে তিন ঘণ্টায় মাথায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট এই অভিযানে অংশ নেয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত ব্যক্তি মো. আনিসুর রহমান। তিনি বলেন, রাত ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাফি আল ফারুক জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের অভিযানে অংশ নেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৮ নম্বর সড়কে অবস্থিত সাইদ গ্র্যান্ড সেন্টার নামের ওই বাণিজ্যিক ভবনটি ১৪তলা বিশিষ্ট। তবে তারা প্রথমে ভবনটি ১৩ তলা বিশিষ্ট বলে জানিয়েছিল।
কোন তলা থেকে কীভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন জানতে চাইলে আনিসুর রহমান আজ বুধবার সকাল পৌনে ছয়টায় বলেন, তাঁদের কাছে এখনো এসব তথ্য এসে পৌঁছায়নি। তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবরও তাঁরা পাননি।