মানবাধিকার লঙ্ঘনে জড়িত কারও সঙ্গে জাতিসংঘ কাজ করে না

ব্রিফিংয়ে মহাসচিবের উপমুখপাত্র

0
158
জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক

মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কোনো বাহিনীর সঙ্গে জাতিসংঘ সম্পৃক্ত হয় না বলে জানিয়েছেন সংস্থার মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। গত সোমবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন ও শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আহ্বান প্রসঙ্গে এদিন কথা বলেন মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক।

তিনি বলেন, আমাদের অবস্থান হলো, আমরা যে কোনো দেশের শান্তিরক্ষী বাহিনী নিয়োগে যথাযথ সতর্কতা অবলম্বন করি। সেই সঙ্গে এটাও নিশ্চিত করি, যাতে তারা কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত না হয়।

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়ের ল্যাক্রোয়ের ঢাকা সফরের সময় মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শকের আমন্ত্রণ নিয়ে জানতে চান সাংবাদিকরা।

জবাবে ফারহান হক বলেন, যাঁরা শান্তিরক্ষী নিয়ে কাজ করেন, তাঁদের মূল ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন জ্যঁ পিয়ের ল্যাক্রোয়। কিন্তু আগে যেমনটি বলেছি, আমাদের নীতি হচ্ছে, মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কোনো বাহিনীর সঙ্গে জাতিসংঘ সম্পৃক্ত হয় না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.