হরতাল পালন গণতান্ত্রিক অধিকার, কিন্তু নৈরাজ্য করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

0
94
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ শনিবার রাত সাড়ে ১০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে, ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, হরতাল পালন করা একটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশের উপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাজধানীর কাকরাইল মসজিদ এলাকায় পুলিশ সদস্যদের উপস্থিতিতে এমন হট্টগোল কেন হলো এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘সেখানে আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়ে সহিংসতা করেছে।

ডিএমপির সংবাদ সম্মেলন

আগামীতে বিএনপিকেসমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি উত্তর দেননি।

সাংবাদিকদের উপর হামলার ছবি থাকলেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিকরা পুলিশ ও জনগণের বন্ধু। ব্যস্ততার কারণে হামলার বিষয়টি জানা হয়নি। তবে হামলাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তারপরও তারা সমাবেশ করেছে। তাহলে পুলিশ ও সরকারের সঙ্গে কোনো আঁতাত হয়েছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘কখনোই না, ডিএমপির কাছ থেকে ১৪টি দল সমাবেশের অনুমতি নিয়েছিল। আশা করেছিলাম, সবাই শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে। বিএনপিও শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য লিখিত দিয়েছিল, পরে ডিএমপির পক্ষ থেকে শর্ত দেওয়া হলে সেটাও তারা মেনে নেয়। বিএনপিসহ সব দলের সমাবেশে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। শুধু জনগণের জানমালের নিরাপত্তা নয়, যারা এখানে সমাবেশ করতে এসেছেন তাদেরও নিরাপত্তার চিন্তা করেছি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.