সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম

0
7
নাহিদ ইসলাম

নিজের সম্পদের হিসাব দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অয়াকাউন্টে এক ফেসবুক পোস্টে এই বিবরণী প্রকাশ করেন তিনি।

নাহিদ ইসলাম লেখেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যেসোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। সেই অ্যাকাউন্টে ২১ আগস্ট থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। সেই হিসাবে দশ লক্ষ ছয় হাজার আটশত ছিয়াশি টাকা জমা হয়েছে এবং নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশত আটাশি টাকা উত্তোলিত হয়েছে। এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই।

তিনি আরও লেখেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় আমি বা আমার পরিবারের কোনো সদস্যের (স্ত্রী/মা/বাবা) নামে কোথাও জমি বা ফ্ল্যাট ক্রয় করা হয়নি। আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে ছত্রিশ হাজার আটাশ টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজের বা তার পরিবারের নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি।

তিনি উল্লেখ করেন, তার ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব তার কাছে রয়েছে। প্রয়োজনে তা উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী বাংলাদেশের যেকোনো সরকারি দফতরে উক্ত তথ্য যাচাইযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। আগামী ২৮ ঘোষণা হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নেবেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.