সভা না করেই নরসিংদী থেকে ফিরেছেন সারজিস

0
54
সমন্বয়ক সারজিস আলম

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতির বিরুদ্ধে মতবিনিময় সভায় যোগ দিতে নরসিংদী পৌঁছালেও অনুষ্ঠানস্থলে যেতে পারেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে সমাবেশটি স্থগিত ঘোষণা করেন আয়োজকরা।

সোমবার বিকাল ৩টায় পৌর শহরের সাটিরপাড়া এলাকায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই সভায় যোগ দিতে এদিন সকালে নরসিংদী ক্লাবে আসেন সারজিস আলমসহ ১০ জন প্রধান সমন্বয়ক ও ১ জন চিকিৎসক।

নরসিংদী ক্লাবে ছাত্র আন্দোলনে আহত ও নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলেন তারা। পরবর্তীতে জেলা প্রশাসন, নরসিংদী চেম্বার অব কমার্সসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন।

এরপর, নরসিংদী ক্লাবে অবস্থান করে জেলার সমন্বয়কদের নিয়ে অভ্যন্তরীণ মিটিং শুরু করেন। এসময় সমাবেশের স্থান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। সভার স্থান নির্ধারণ না হওয়ায় বিকেলে নরসিংদী ত্যাগ করেন সারজিস আলমসহ তার সমন্বয়ক দল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.