সব সমস্যা’ নিয়ে আলোচনা হবে, কিমকে পুতিন

0
144

সফররত উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তারা ‘সব সমস্যা’ নিয়ে আলোচনা করবেন। দুই রাষ্ট্রনেতা বুধবার যখন রাশিয়ার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রের চারপাশে হাঁটছিলেন তখন পুতিন কিমকে এটা নিশ্চিত করেন।

পুতিন উত্তর কোরিয়ার নেতাকে আরও নিশ্চিত করেন যে, তারা স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে আলোচনা করবেন। এ কারণেই তারা এই মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে বসে রয়েছেন।

রাশিয়ার ভস্টোচনি কসমোড্রোমে ওই বৈঠকে পুতিন বলেন, তিনি উত্তর কোরিয়াকে স্যাটেলাইট তৈরিতে সহায়তা করবেন। কারণ এ বছর উত্তর কোরিয়া দু’বার তা উৎক্ষেপণ করতে ব্যর্থ হয়েছে।

ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে একটি অস্ত্র চুক্তিও চূড়ান্ত হতে পারে। এই চুক্তি অনুসারে পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোকে গোলাবারুদ সরবরাহ করবে।

সামরিক চুক্তির বিষয়ে পুতিন বলেন যে, তারা ‘সব বিষয়’ নিয়ে আলোচনা করবেন।

বৈঠকের আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: এদিকে এই বৈঠকের ঠিক আগে, উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দেশে কিম ছাড়া এটিই প্রথম উৎক্ষেপণ মনে মনে করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.