পরে এ প্রতিবেদনের জবাবে এক টুইটার পোস্টে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন লিখেছেন, ‘এটি ভুয়া।’ চলতি মাসের শুরুর দিকে মেটা ঘোষণা করেছে তারা ১১ হাজারের বেশি কর্মী অর্থাৎ ১৩ শতাংশ কর্মীকে ছাঁটাই করবে। কোম্পানির ১৮ বছরের ইতিহাসে এটি প্রথম ছাঁটাইয়ের ঘটনা। চলতি বছর টুইটার, মাইক্রোসফট এবং স্ন্যাপের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোও হাজারো কর্মী ছাঁটাই করেছে।
একসময় মেটার মূল্যমান ছিল এক লাখ কোটি ডলার। বর্তমানে এর মূল্য কমে ২৫ হাজার ৬০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। শুধু চলতি বছরেরই কোম্পানিটির মূল্য ৭০ শতাংশ কমেছে।