সড়ক ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন জুলাই অভ্যুত্থানে আহতরা

0
11
জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরা নিজেদের দাবি নিয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে থেকে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন

জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা রাজধানীর মিরপুর সড়ক থেকে সন্ধ্যার দিকে অবরোধ তুলে নিয়েছেন। এবার তাঁরা নিজেদের দাবি-দাওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাচ্ছেন।

আজ রোববার সন্ধ্যার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান কোরবান শেখ নামের একজন বিক্ষোভকারী। সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে তিনি বলেন, তারা সড়ক ছেড়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে জড়ো হচ্ছেন। তাঁদের মধ্যে যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা হাসপাতালের কাগজ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাবেন।

ঘটনাস্থল থেকে এই প্রতিনিধি জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আন্দোলনকারীরা যমুনার উদ্দেশে রওনা হয়েছেন।

সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা দিনভর মিরপুর সড়ক অবরোধ করে রাখেন। দুপুরের দিকে তাঁরা সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন। কিন্তু বিকেল চারটার পর তাঁরা সেই কর্মসূচি স্থগিত করে শিশুমেলার মোড়েই অবস্থান করবেন বলে জানান।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভেতরে জড়ো হয়েছেন জুলাই গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। সন্ধ্যা সাড়ে ৬টা, ২ফেব্রুয়ারি
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভেতরে জড়ো হয়েছেন জুলাই গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। সন্ধ্যা সাড়ে ৬টা, ২ফেব্রুয়ারি

গতকাল শনিবার সন্ধ্যা থেকে জুলাই গণ-অভ্যুত্থান আহতরা আন্দোলন শুরু করেছেন। শুরুতে আগারগাঁও সড়কের সামনে হলেও আজ বেলা ১১টার পর মিরপুর সড়কের শিশুমেলা মোড় তাঁরা অবরোধ দেন। এতে দু পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন ওই পথে চলাচলকারী নগরবাসী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.