সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের লাঠিপেটা: আহত ৭৫ জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে

0
28
সচিবালয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত ৭৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় আহত এক শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হচ্ছে।  আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় আহত এক শিক্ষার্থীকে সরিয়ে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে

আজ বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তারা শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা যায়। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে।

বিকেল সোয়া পাঁচটার এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সচিবালয়ের বাইরে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল।

বিক্ষোভকারী এক শিক্ষার্থীকে মারধর করেন পুলিশ সদস্যরা। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে
বিক্ষোভকারী এক শিক্ষার্থীকে মারধর করেন পুলিশ সদস্যরা। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়েছবি: সাজিদ হোসেন

সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছিলেন শিক্ষার্থীরা
সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছিলেন শিক্ষার্থীরা

এর আগে বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

সচিবালয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের লাঠিপেটা করছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে
সচিবালয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের লাঠিপেটা করছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলেছবি: সাজিদ হোসেন

সচিবালয়ের ভেতরে থাকা মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে
সচিবালয়ের ভেতরে থাকা মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে

এর আগে বেলা আড়াইটার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাঁরা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.