গাজীপুরের কালিয়াকৈরে সকালে অন্যের কাছ থেকে মোটরসাইকেল কিনে বিকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ে নাহিদ হাসান (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ মে) বিকেলে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন সকালে একই এলাকার এক ব্যক্তির কাছ থেকে মোটরসাইকেল কিনে আনেন উপজেলার জাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মইজ উদ্দিনের ছেলে নাহিদ হাসান (২৩)। বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ীয়া বাজারে যাচ্ছিলেন তিনি। এরপর কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে। আর ঘটনাস্থলেই নিহত হন নাহিদ হাসান।
ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, নাহিদের লাশ উদ্ধার করে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপসহ চালক পালিয়ে গেছেন।
            
















