সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি কমলাপুর থেকে গ্রেপ্তার

0
7
পলাতক আসামি মো. সাদ্দামকে (৩২)

সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সাদ্দামকে (৩২) গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২১ মার্চ) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০২২ সালে পঞ্চগড় জেলার সদর থানায় সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাদ্দাম জানায়, ঘটনার পরপরই পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকায় এসে দীর্ঘ তিন বছর আত্মগোপনে ছিলেন। পঞ্চগড় আদালতে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.