দক্ষিণ আফ্রিকায় বস্তিতে গ্যাস লিক করে নিহত ১৬

0
115
বুধবার রাতে অনুমোদনহীন বস্তিতে এ দুর্ঘটনা ঘটে। ছবি- রয়টার্স

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে বস্তিতে বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিক করে শিশু ও নারীসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন।  বুধবার স্থানীয় সময় রাতে বোকসবার্গ ডিস্ট্রিক্টের অনুমোদনহীন বস্তিতে এ দুর্ঘটনা ঘটে। দেশটির জরুরি সেবাবিষয়ক দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর- এএফপি ও বিবিসি

দেশটির জরুরি সেবাবিষয়ক দপ্তরের মুখপাত্র উইলিয়াম নাটলাদি জানান, ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে পাঁজন নারী ও তিনজন শিশু। কয়েকজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় অবৈধ খনি কার্যক্রমে বিষাক্ত এই গ্যাস ব্যবহার করা হচ্ছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.