নাগরিক টিভির দর্শকপ্রিয় অনুষ্ঠানের মধ্যে আছে বিনোদন জগতের খবরাখবর নিয়ে ‘নাগরিক বিনোদন’, রান্নার অনুষ্ঠান ‘রান্নার এক্সপার্ট’, সেলিব্রেটিদের নিয়ে গুঞ্জনের অনুষ্ঠান ‘ফিসফাস’, স্বাস্থ্যবিষয়ক ‘দেহঘড়ি’ ও ‘সুস্থ দেহ সুস্থ মন’, সরাসরি গানের অনুষ্ঠান ‘বাংলাবাউল’ ও ‘মিউজিক ক্যাফে’, ট্রাভেল শো ‘পথে প্রান্তরে’, বিশ্বসংগীতের অনুষ্ঠান ‘হিউজ ভিউজ’, পরিসংখ্যান নিয়ে মজার অনুষ্ঠান ‘যোগফল’, মিউজিক ভিডিও আর শিল্পীর অংশগ্রহণে আড্ডার অনুষ্ঠান ‘গান বাকশো’, অপরাধবিষয়ক শো ‘এফআইআর’, সমসাময়িক রাজনীতি নিয়ে টক শো ‘বলা না বলা’, ব্যবসা-বাণিজ্য নিয়ে ‘বিজকাশন’ ইত্যাদি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চ্যানেলটি প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠভাবে সংবাদ তুলে ধরার চেষ্টা করে আসছে। নাগরিক ভোগান্তি ও উন্নয়নের অগ্রযাত্রাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির খবর তুলে ধরে আলোচনায় আছে নাগরিক টিভি।
টেলিভিশন চ্যানেলটির প্রতিষ্ঠাতা ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক। তাঁর স্বপ্নকে ধারণ করে এগিয়ে যাচ্ছে নাগরিক টিভি। চ্যানেলটির বর্তমান চেয়ারম্যান রুবানা হক।