শ্রীদেবী ও বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুরের মতো ছোট মেয়ে খুশি কাপুরও নাম লিখিয়েছেন বলিউডে। বলিউডে অভিষেকের আগেই ‘স্টার কিড’ হিসেবে তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই; তাঁর বাহুতে আঁকা নতুন ট্যাটু নিয়েও আলোচনা চলছে ভারতীয় সংবাদমাধ্যমে।

দিন চারেক আগে ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন খুশি কাপুর; তাতে তাঁর বাহুতে নতুন একটি ট্যাটু দেখা গেছে। তারপর থেকেই ট্যাটু–রহস্য উসকে উঠেছেছবি: ইনস্টাগ্রাম

এটিই প্রথম নয়, এর আগেও বহু ট্যাটু করেছেন খুশি। এখনো একাধিক ট্যাটু রয়েছে তাঁর শরীরে। ছবির মন্তব্যের ঘরে অনেকে নতুন ট্যাটু নিয়ে জানতে চেয়েছেন, তবে খুশির তরফ থেকে কোনো উত্তর মেলেনিছবি: ইনস্টাগ্রাম

এর আগে সৎবোন অংশুলা কাপুরের সঙ্গে মিলিয়ে আরেকটি ট্যাটু করেছিলেন খুশি। তবে নতুন ট্যাটুটি কার সঙ্গে মিলিয়ে করেছেন, তা এখনো জানা যায়নিছবি: ইনস্টাগ্রাম

মা ও বড় বোন জাহ্নবীর পথ ধরে বলিউডের সিনেমায় নাম লিখিয়েছেন খুশি, চলতি বছরের শেষভাগে মুক্তি পাবে তাঁর প্রথম সিনেমা ‘দ্য আর্চিজ’। সিনেমাটি পরিচালনা করেছেন জোয়া আখতারছবি: ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে ২৬ বছর বয়সী খুশির ফলোয়ারের সংখ্যা ১০ লাখেরও বেশিছবি: ইনস্টাগ্রাম