শেষ মুহূর্তের রোমাঞ্চে হ্যাটট্রিক শিরোপা জয় পিএসজির

0
6
ফ্রেঞ্চ সুপার কাপের চ্যাম্পিয়ন ফ্রেঞ্চ সুপার কাপের চ্যাম্পিয়ন
ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে এএস মোনাকোর বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। এই ম্যাচে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে ফরাসি জায়ান্টদের। অতিরিক্ত সময়ে ডেম্বেলের একমাত্র গোলে মোনাকোকে হারিয়ে টানা তৃতীয়বার ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে পিএসজি। এ নিয়ে সবশেষ ১২ বছরে ১১তম বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে তারা।
 
রোববার (৫ জানুয়ারি) রাতে ২০২২ সালে কাতার বিশ্বকাপের জন্য ৯৭৪টি রিসাইকেল করা জাহাজ কন্টেইনার দ্বারা নির্মিত অস্থায়ী ভেন্যু স্টেডিয়াম ৯৭৪ এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
 
এদিন পুরো ম্যাচে গোলের জন্য ২৭টি সুযোগ তৈরি করেছিল পিএসজি। এর মধ্যে লক্ষ্যে শট ছিল ৯টি। তবে গোল হয়নি একটিতেও। এতে দর্শকটা অপেক্ষা করছিলেন পেনাল্টি শ্যুটআউটের। তবে পিএসজিকে ঝুঁকি নিতে দেননি ডেম্বেলে।
 
৯২ মিনিটে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন তিনি। গোলমুখের সামনে ফরাসি তারকাকে পাস দেন ফ্যাবিয়ান রুইজ। এতে স্কোরশিটে না লেখাতে খুব বেশি কষ্ট করতে হয়নি ডেম্বেলের।
 
গত মাসে ফরাসি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করেছিলেন ডেম্বেলে। ওই ম্যাচে মোনাকোকে ৪-২ গোলে হারিয়েছিল ছিল পিএসজি।
 
সবশেষ ২০০০ সালে ফ্রেঞ্চ সুপার লিগের শিরোপা জিতেছিল চারবারের চ্যাম্পিয়ন মোনাকো। এরপর ২০১৭ ও ২০১৮ সালে ফাইনালে উঠলেও দুবারই হেরেছে পিএসজির কাছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.