অ্যানিমে স্টাইল লুকে ভারতীয় বংশোদ্ভূত টিনএজ তারকা মৈত্রেয়ী

0
153
মৈত্রেয়ী রামকৃষ্ণন

ভারতীয় বংশোদ্ভূত টিনএজ তারকা মৈত্রেয়ী রামকৃষ্ণন ইতিমধ্যে জেনজি প্রজন্মের কাছে স্টাইল আইকন হয়ে উঠছেন। সম্প্রতি অ্যানিমে-প্রাণিত পোশাক পরে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের জনপ্রিয় কমেডি ড্রামা ঘরানার ধারাবাহিক ‘নেভার হ্যাভ আই এভার’-এর শেষ কিস্তি। এখানে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান স্কুলশিক্ষার্থী দেবির চরিত্রে অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন মৈত্রেয়ী রামকৃষ্ণন। জেনজি প্রজন্মের সদস্যদের মধ্যে এই কানাডিয়ান অভিনেত্রীর জনপ্রিয়তা খুব বেশি।

সম্প্রতি ‘নেভার হ্যাভ আই এভার’-এর প্রচারণার জন্য তিনি উপস্থিত হয়েছিলেন লাইফস্টাইল ম্যাগাজিন অ্যালুরের স্টুডিওতে। এই দিন মৈত্রী পরেছিলেন অ্যানিমে-প্রাণিত কো-অর্ড সেট। তাঁর এই চোখে পড়ার মতো কো-অর্ড সেট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হচ্ছে ব্যাপক আলোচনা।

মৈত্রেয়ী এমনিতেই জাপানি অ্যানিমের চরম ভক্ত। প্রায়ই তাঁকে বিভিন্ন এনিমে চরিত্রের আদলে সাজপোশাক পরে কসপ্লে করতে দেখা যায়। মৈত্রীর সবচেয়ে পছন্দের অ্যানিমে মুভি হলো স্টুডিও গিবলির ‘স্পিরিটেড অ্যাওয়ে’।

এই ছবির গুরুত্বপূর্ণ দুটি চরিত্র হলো চিহিরো ও হাকু। এই দুটি চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয় মৈত্রীর কো-অর্ড সেটটি।

ফিরোজা-নীল রঙের এই কো-অর্ড সেটের বটম মিনি স্কার্ট ও টপ করসেট। করসেট টপে চিহিরো ও হাকুর ছবি প্রিন্ট করা। স্কার্টের স্লিট অক্সফোর্ড শু লেসের স্টাইলে ডিজাইন করা। অন্যদিকে করসেট টপের হাতাও ফিতা দিয়ে আটকানো। মৈত্রেয়ী এই চোখধাঁধানো কো-অর্ড সেটটি সংগ্রহ করেছেন ইনস্টাগ্রামভিত্তিক মালয়েশিয়ান ফ্যাশন ব্র্যান্ড আতাসান স্টুডিও থেকে।

আতাসান স্টুডিওর সিগনেচারই হলো অ্যানিমে চরিত্রের অনুপ্রেরণায় পোশাক তৈরি করা। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অ্যানিমেপ্রেমীরা চাইলেই এই ব্র্যান্ড থেকে পোশাক কিনতে পারবেন।

ফাহমিদা শিকদার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.