শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি কর্নেল অলির

0
61
কর্নেল (অব.) অলি আহমদ।

শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। সেই সাথে আওয়ামী লীগের স্বৈরাচারী আইন বাতিল এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনারও দাবি জানান তিনি।

শনিবার (১৭ আগস্ট) সকালে মগবাজারে এলডিপির এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় অলি আহমদ বলেন, শেখ হাসিনা এবং তার মন্ত্রী-এমপিসহ গণহত্যার সাথে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি।

দুদক, পিএসসি, ইসিসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি মুক্ত করার দাবি জানিয়ে বলেন, র‍্যাব ও পুলিশের মতো আইনশৃৃঙ্খলা বাহিনীগুলোর কাজের সীমা ঠিক করে দিতে হবে। সেই সাথে যেসব কর্মকর্তা পদত্যাগ করেছে বা অবসরে গিয়েছেন, তাদের দুর্নীতির বিরুদ্ধে খোঁজ নেয়ারও তাগিদ দেন কর্নেল (অব.) অলি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.